Khoborerchokh logo

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার কারণে গাজীপুরে মহানগর আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল 549 0

Khoborerchokh logo

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার কারণে গাজীপুরে মহানগর আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল

রনি আহম্মেদ
আজ রবিবার বিকাল ৪.০০ ঘটিকায় গাজীপুরের প্রানকেন্দ্র চান্দনা চৌরাস্তার চৌরাঙ্গীর মোড়ে গাজীপুর মহানগর  আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল এর নেতৃত্বে সকল ওয়ার্ডের নেতাকর্মী সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার কারনে ক্ষোভ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ।উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক,জনাব আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার (রাসেল)। মোঃরাশেদুজ্জামান জুয়েল মন্ডল,সভাপতি পদপ্রার্থী আওয়ামী যুবলীগ গাছামেট্রো থানা জিএমপি। মোঃ আমিন উদ্দিন সরকার আওয়ামী যুবলীগ গাছামেট্রো থানা।
মোঃ রাহাত খাঁন,আহবায়ক সদ্স্য,গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ । মৎসজীবি লীগের আহবায়ক আজিজ খান,মৎসজীবি লীগের সদস্য সচিব,আসাদুল কবীর, এছাড়াও বিভিন্ন ওর্য়াড থেকে আগত আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ,মৎসলীগ,কৃষকলীগ তাঁতীলীগসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী।উক্ত বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে জাতির জনককে রীতিমত অপমান করেছে।যারা এই নেক্ক্যারজনক কাজটি করেছে,এ দেশের মাটিতে তাদের ঠাঁই দেওয়া হবে না। তাদেরকে এই দেশের মাটিতে বিচারের আওতায় আনা হোক।মাওলানা মমিনুল হক কে গাজীপুরের যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, সেখানেই তাকে প্রতিহত করা হবে।মৌলবাদী,সাম্প্রদায়িক উস্কানিদাতা,দুষকৃতিকারী হিসেবে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে বয়কট ঘোষণা করছি। মাওলানা মমিনুল হকের মত যারা ঘৃনিত কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,অতীতের যেকোন সময়ের চেয়ে গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগের অবস্থান অনেক বেশি সুসংগঠিত। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com